বইটির নাম: হত্যার পশ্চাদপট
লেখক :- সুভাষ ধর
রেটিং দেবো :-১০০/১০০ (বলতে পারেন পাঠক বন্ধুরা আমি লেখকের তৈরি এই দুটি চরিত্রের জন্যই শুকতারা পুজোসসংখ্যার জন্য অপেক্ষায় থাকতাম।)
আমি কিছুদিন আগেও খুঁজেছিলাম সত্যেন বা শয়তান ঘোষ আর সুশান্ত বোস এই দুই পুলিশ দের নিয়ে লেখা বই আছে কি না , এবং গ্রুপ থেকেই সেটা পাই আর পেয়েই শুরু করে দিই পড়া। দুই ঘোষ আর বোস হলেন দুই বন্ধু যাঁদের ভিতর একজন কাঠ বাঙাল আর আরেকজন ব্রহ্মচর্য জীবন কাটাতে ভালোবাসেন। একজন বিখ্যাত তাঁর পাঁজরের নিচের দিকে তর্জনী আর মধ্যম আঙ্গুল দিয়ে চৈনিক খোঁচায় অপরাধীকে কাবু করতে আর আরেকজন বিখ্যাত তাঁর হাটুরে কিল আর গদার মত টর্চ দিয়ে অপরাধীকে পেটাবার জন্য।
এই বইটিতে মোট ৮ খান গল্প আছে , যেগুলোর নাম আমি বললাম না কারণ আমি কৌতূহল জাগিয়ে রাখতে চাইছি। পুরো প্রেক্ষাপট তাই তৈরি স্বাধীনতার পরে ষাট সত্তর দশকের কলকাতার ওপর। সিনেমা হল দখল ঘিরে বতলবোমাবাজি থেকে শুরু করে চাকু চালানো অবধি ছিল রোজনামচা আর ছিল অ্যাংলো ইন্ডিয়ানদের একটার পর একটা করা অপরাধ।
আমি ব্যক্তিগত ভাবে এই দুই বন্ধুর খুব বড় ফ্যান, তাই এই বইয়ের কোনো গল্পই আমি বলবো না। আমি চাই আপনারা পড়ে দেখুন , তার পর বলুন কেমন লাগলো আপনাদের.. আপনারাও কি আমার মত মুগ্ধ হলেন জানাতে ভুলবেন না।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।