ঈশ্বরের ষড়যন্ত্র
বিশ্বজিৎ সাহা
অরণ্যমন
পিরামিড, প্রাচীন যুগের এক বিস্ময়কর নিদর্শন। ইতিহাস বইয়ের দৌলতে সবাই কমবেশি এই স্থাপত্যের নাম শুনেছি। প্রাচীন মিশরীয়রা এই স্থাপত্য প্রথম তৈরি করেছিল বলেই সবাই জানে। কিন্তু,আমরা যা জানি সেটা কি আদৌ সত্যি? এই পিরামিডের সঙ্গে প্রাচীন মায়া সভ্যতার সম্পর্ক কি? প্রাচীন ভারতবর্ষই বা কিভাবে জুড়ে গেল? এক অত্যাশ্চর্য থিওরি আমাদের সামনে রেখেছেন লেখক। তাঁর থিওরি কতটা সত্য, কতটা মিথ্যা তার বিচার ঐতিহাসিকরা করবেন। কিন্তু থ্রিলার উপন্যাস হিসাবে তাঁর এই লেখা সুপারহিট। টানটান উত্তেজনা বজায় ছিল শুরু থেকে শেষ পর্যন্ত।
এই বইয়ের পেজ এবং বাঁধাই দুর্দান্ত। প্রচ্ছদ ও মানানসই। তাই বইটির ওভার অল কোয়ালিটিও খুব ভালো। তবে একটাই আফসোস, বইটির ভিতরে কোনো ছবি বা অলংকরণ নেই। থাকলে আরো ইন্টারেস্টিং হত।
যারা থ্রিলার ভালোবাসেন এই বই তাদের খুব খুব ভালো লাগবে।
রিভিউটি লিখেছেনঃ সংগ্রহীত
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।