বইএর নাম - যোগীনি
লেখিকাঃ সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
এক নারীর কল্পনায় নিয়তি যখন পুরুষ ,যে কিনা সেই নারীর সঙ্গে সম্পর্কিত সব ধরনের পুরুষের সম্পর্কে তার প্রেমের ইচ্ছায়,ভালবাসার ইচ্ছায়,সেই নারীকে নিস্পৃহ করে ফেলে এবং নিয়তি নিজেই প্রেমিক পুরুষ হিসেবে সেই নারীতে সম্পৃক্ত হয় এবং তাকে সন্তুষ্ট করে।এ নিয়েই এই গল্প।
পড়তে গিয়ে বার বার ভাবতে হচ্ছে আসলে কি পড়ছি।এ ধরনের জটিল মনস্তাত্ত্বিক গল্প পড়া খুব চাপের ব্যাপার।লেখিকা কি বোঝাতে চাইছেন আর আমি পাঠক হিসেবে কি বুঝলাম এর দুইয়ের মধ্যে দন্ধ বেঁধে যায়।
আমি যা বুঝলাম,এক নারী যে ভালবাসাহীন সম্পর্কের তিক্ততা স্বার্থপরতা দেখে বড় হয়েছে। সেই নারী যখনই নিজের জীবনে ভালবেসে কাউকে আপন করতে গেছে,কিছুদিনের মধ্যেই সেই সম্পর্কে নিস্পৃহ হয়ে সম্পর্ক থেকে বেড়িয়ে গেছে। এই ঘটনা বারে বারে হতে থাকে ফলে সে সেটাই তার নিয়তি ধরে নিয়ে সেই নিয়তিকেই তার একমাত্র ভালবাসা ধরে নেয় এবং ঘটনাচক্রে একসময় বেনারসে গিয়ে পরে এবং সেখানে নিয়তির হাতে নিজেকে সঁপে দেয় অর্থাৎ আধ্যাত্ত্বিক জীবনে প্রবেশ করে।
এই হল আমার মতে গল্পের মূলভাব।
রিভিউটি লিখেছেনঃ SD
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।