বইয়ের নাম : কেয়া পাতার নৌকো
লেখক: প্রফুল্ল রায়
উনিশশ চল্লিশের দশক থেকে শুরু করে দেশভাগ ও উব্দাস্তু সমস্যার পটভূমিতে পূর্ব ও পশ্চিম বঙ্গের কাহিনী উঠে এসেছে এই উপন্যাসে। নায়ক বিনয় এর চোখ দিয়ে আমরা দেখেছি, একদিকে পূব বাংলার মায়াময় সমৃদ্ধ রূপ, অন্যদিকে সেই নির্মলতার মধ্যে আস্তে আস্তে মিশতে থাকা দ্বিজাতিতত্ত্ব, বিশ্বযুদ্ধ আর দেশভাগের বিষ। কিভাবে সাম্প্রদায়িক ভাবনা ধীরে ধীরে বাংলার পূর্ব সম্প্রীতির পরিস্থিতি বদলে দিয়ে ভয়াবহতার দিকে নিয়ে গেল, কেবল দেশ নয়, রাজনীতি নয় মানুষের মনও ভেঙে যাচ্ছিল টুকরো টুকরো হয়ে। সেই পরিস্থিতির সাক্ষী শুধু নয়, টালমাটাল হয়েছিল নায়ক বিনয়, আদর্শবাদী হেমনাথ, স্বপ্নদর্শী অবনীমোহন, ত্যাগব্রতী লারমোর, আর সবথেকে বেশী ঝিনুকের অস্তিত্ব। এই বইটি প্রফুল্ল রায় এর ট্রিলজির প্রথম খন্ড। এর প্রথম পর্বে আমরা দেখেছি স্বাধীনতার আগের পূব বাংলার আপন করা রূপ, যা আস্তে আস্তে বদলে যাচ্ছিল দেশভাগের বীভৎসতায়। দ্বিতীয় পর্ব সেই বদলের পূর্বাভাস দেয়।তৃতীয় পর্বের পটভূমি বদলে যায় পশ্চিমবঙ্গের দিকে, যখন উদবাস্তু সমস্যা ফিকে করে দিয়েছিল স্বাধীনতার আনন্দ, বিভাজন এসেছিল মানুষের মনে। লেখকের বর্ণনায় উঠে এসেছে দেশ ছাড়ার ভয়াবহ অভিজ্ঞতা, শিয়ালদহ স্টেশন এ উদবাস্তু দের অমানবিক অভিজ্ঞতা, আবার তারই সঙ্গে যুগল এর মতো কিছু অদম্য মানুষের অস্তিত্বের লড়াই। খালি নায়িকা হিসাবে ঝিনুকের চরিত্র বড়ই দুর্বল লেগেছে।
রিভিউটি লিখেছেনঃ Ushari Mukhopadhay
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।