Review
মাও এর শেষ নর্তক
লেখক - লি কুনশিন।
অনুবাদ - মীনাক্ষী দত্ত
এক সাধারণ চিনা কৃষক সন্তান যার পরিবারের নিত্যসঙ্গী হল দারিদ্র্যতা আর তার সঙ্গে পেরে ওঠার জন্য লড়াই। তাও তাদের জীবনে ছিল ভালোবাসা আর একে অপরের প্রতি অগাধ টান। হঠাৎ তার জীবন বদলে যায়। অনেক প্রতিকূলতার মধ্যে অ্যাকাডেমির কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, শিক্ষক দের সাহস ও সর্বোপরি নিজের ইচ্ছার তাগিদে কমিউনিস্ট পার্টির তথা মাও এর নেতৃত্বে সে হয়ে ওঠে এক অনন্য ব্যালে নর্তক। তারপর তার অ্যামেরিকা যাত্রা। চিনের কড়া অনুশাসনের বাইরে এক অপার স্বাধীনতার আশ্বাস আর তার সাথে প্রতিনিয়ত নিজের সাথে লড়াই। আরও কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার এক অদম্য লড়াই। এর মাঝে অনেক কিছু ঘটবে তার জীবনে। একজনকে ভালোবেসে বিয়ে করার জন্য জুটবে দেশদ্রোহিতার অপবাদ, নিজের পরিবারের সাথে অনেক বছর কোনরকম যোগাযোগ না রাখতে পারার শাস্তি। তারপর লি কুনশিনের জীবনে আসে সত্যিকারের ভালোবাসা। মেরি। তারপর জর্জ বুশের সাহায্যে তার মা বাবার অ্যামেরিকায় আসা ও আরও কয়েকদিন পর তার নিজের দেশ চিনে ফিরে যেতে পারা। পুরানো বন্ধু, শিক্ষক, ভাই, আত্মীয় ও নিয়াঙ(মা) ও দিয়া(বাবা) এর সঙ্গে দেখা হওয়া।এরপর তাদের সন্তানদের পৃথিবীতে আগমন।
এই কাহিনী শুধু একজন কৃষক সন্তান লি কুনশিনের জীবনী নয় , এটা হল একজন দরিদ্র সন্তানের পৃথিবীশ্রেষ্ঠ নর্তক হয়ে ওঠার কাহিনী।। মীনাক্ষী দেবীর অনুবাদ অসাধারণ।
Lastly I want to say that it is an excellent Inspirational biography.
ধন্যবাদ।
রিভিউটি লিখেছেনঃ তমালিকা
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।