মিথ্রিটেডিস
সায়ন্তনী পুততুন্ডু
গল্পের মানেটাই বেশ পুরনো মিথ। মিথ্রিটেডিস হল সে যার শরীরে বিষের কোন প্রভাব নেই। শহরের নামি হসপিটাল। একের পর এক অনাথ মানুষ জন আসছে রিতিমতো রিক্রুটারদের হাত ধরে। কেনো? চলছে এক গোপন গবেষণা। নাকি তৈরী হচ্ছে এক সর্বগ্রাসী চক্র যাকে রোধ করার সাধ্য থাকবে না কাউর। একের পর এক লাশ জমা হচ্ছে মর্গে। সবাই এই শহরের ই ফুটপাতে অনাথালয়ে থাকা মানুষ জন। আর সবার উপর আছে সেই মিথ্রিটেডিস যার শরীরে কোনো বিষ কাজ করে না।
যথারীতি প্লট টা বেশ নতুন। হিরোকে (নাকি ভিলেন?) দিব্য লেগেছে। আর হ্যা মিথ্রিটেডিসের গপ্প কিন্তু একদমমমম জমজমাট।পুরো প্লট টাই বেশ আধুনিক সঙ্গে রহস্যময়তার মিশেল। বেশি কিছু বলা গেল না নয়ত স্পয়লার হয়ে যাবে। তাই পড়ে ফেলতে হবে গপ্প।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।