মগরাজ
(সময় উপাখ্যান সিরিজের তৃতীয় সংকলন)
রবিন জামান খান
প্রকাশনী: অন্যধারা
একদিকে, লোভী আরাকান রাজের অকস্মাৎ হামলায় পর্যুদস্ত স্বঘোষিত সম্রাট শাহ সুজা, অন্যদিকে, রোড অ্যাক্সিডেন্টে এক ব্যাক্তির মৃত্যুর সাথে সাথে দেশে-বিদেশে সক্রিয় হয়ে ওঠে একাধিক মহল।
আপাতদৃষ্টিতে একদমই যোগসূত্রহীন দুইটি ঘটনা দিয়েই বইটি শুরু।
কিন্তু সময় যতই গড়ায়, ঘটনাগুলোর ক্রমশ প্রকাশিত ডাল পালা বিস্তৃত হয়ে তারা একই সুতোয় আবদ্ধ হয়ে ওঠে।
সময় উপাখ্যানের অন্য বইগুলোর মতোই এই বইয়ে দুইটি টাইমলাইনে গল্প এগিয়ে গেছে। একদিকে অতীত সময়ের সেই মগ আর আরাকান জলদস্যু অন্যদিকে বর্তমান সময়ের "হিট এন্ড রান" কেস। দুই সময়ের দুই গল্পের বিন্যাস অনেক সুন্দর ভাবে খাপে খাপে মেলানো। যেহেতু বিশাল বই,তাই প্রথমদিকে বর্ণনার জন্য একটু ধীরগতির মনে হতে পারে,কিন্তু বর্ণনাগুলো সেই সময়কাল এবং চরিত্র বিন্যাসে উপযোগী ছিলো। বিশেষ করে অতীত সময়কালের রীতিনীতি,অর্থনৈতিক, সামাজিক,রাজনৈতিক, এবং সমর ব্যবস্থাপনা খুব বিস্তারিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
প্রথম দুইটি সংকলনে কাহিনী পুরোপুরি সমাপ্ত করা হলেও এই সংকলনে কাহিনী পুরোপুরি সমাপ্ত না করে ক্লিফ হ্যাঙ্গার রেখে পরবর্তী সংকলনের আভাস দেয়া হয়েছে। বইয়ে কিছু বানান ভুল লক্ষ্য করা যায়।
সবথেকে খারাপ লেগেছে যেটা,চরিত্রের নামগুলো মাঝেমাঝেই উল্টোপাল্টা হয়ে যাওয়ায় হুট করে বুঝতে সমস্যা হয়েছে যে আসলে কোন চরিত্র কাজ করছে বা কথা বলছে। তবে,ইতিহাস আশ্রিত থ্রিলার হিসেবে বইটি খুব ভালোভাবেই উতরে গিয়েছে।
পরবর্তী সংকলনের অপেক্ষায়।
রিভিউটি লিখেছেনঃ Uchchash
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।