বই- নেমেসিস
লেখক- মোহাম্মদ নাজিম উদ্দিন
বাতিঘর প্রকাশনী
মূল্য- দুইশত টাকা
গল্পের সূত্রপাত হয় রাতের রাস্তায় একটি ছেলেকে দাঁড়ি থাকতে দেখে। পুলিশ তাকে তাড়া করে ধরতে পারে না। একই সঙ্গে অন্য একটি ছেলেকে ধরা হয়, যার বাবা বড় নামকরা ব্যবসায়ী। একই দিনে একজন নামি লেখক এর হত্যা হয়ে যায়। হত্যার দায় যায় তরুণী স্ত্রী ও তার প্রেমিকের দিকে। তবে পুলিশকর্তা তদন্তে নেমে একের পর এক তথ্য উঠে আসতে লাগে। যেখানে বিভিন্ন দিক খুব নিপুণভাবে বর্ণনা করা হয়েছে। তার প্রথম পক্ষে স্ত্রী, সিনেমার নায়িকা কে যৌন নির্যাতন, প্রথম যে প্রকাশনীর সঙ্গে কাজ করতেন তাকে প্রত্যাখ্যান করে অপর প্রকাশনীর সঙ্গে কাজ করা, একজন কুখ্যাত হত্যাকারী, পুলিশ কর্তার নিজের জীবনের ব্যর্থ প্রেমের গল্প, রাজনৈতিক প্রেসার, উর্ধ্বতন কর্তার আদেশ, ইত্যাদি নিয়ে গল্পটি একেবারেই জমে উঠেছিল। লেখক নিজেই লিখে যান তার জীবনের ঘটে যাওয়া অপ্রিয় সত্য গুলি।এই লেখা পড়লেই পাঠদের লেখক এর প্রতি ঘৃণা জান্মাবে। সারা গল্প জুড়েই বিভিন্ন রকম টান্ড ও টুইস্টে ভর্তি। তবে হত্যার মূল কান্ড শেষ পর্যন্ত খুবই রহস্যজনকভাবে দেখানো হয়েছে। একজন বড়লোক ঘরের নেশা গ্রস্ত ছেলেকে। তবে তার এই লেখকের হত্যার পেছনে একটি মোটিভ রয়েছে। যা শেষে পাঠককে চমকে দেবে। আর এই মোটিভটি জানতে হলে পড়তে হবে নেমেছিস।
রেটিং- ৮/১০
রিভিউটি লিখেছেনঃ Gopal Biswas
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।