পাখির বাসা
লেখক - উল্লাস মল্লিক
প্রকাশক পত্রভারতী
এই বইটি উল্লাস মল্লিক এর ২০১৫ সালে প্রকাশিত একটি মনোস্তাত্বিক উপন্যাস। উপন্যাস টি বিজু বলে একটি যুবকের সমাজ ও সংসার থেকে আঘাত পাওয়ায় একটি হঠকারী অপরাধ করে বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে, নিজের চিরাচরিত জগৎ ছেড়ে চিরদিনের মতো শহরে চলে এসে সমাজবিরোধী হয়ে গ্যাং ওয়ার এ প্রতিবন্ধী হয়ে জীবন থেকে সরে গিয়ে কারাগারের লৌহকপাটের অন্তরালে চলে যাওয়ার গল্প। অন্যান্য চরিত্রে রয়েছে রানু একজন স্বামী পরীতক্তা যুবতী ও থানার মেজবাবু উজ্জ্বল।
মনোগ্রাহী এই উপন্যাস টি পাঠক বর্গের ভালো লাগবে বলেই বিশ্বাস।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।