সন্ধ্যা নামার পর
নির্মাণ রায়
৭টি ছোটো গল্প, ৪টি বড় গল্প ও একটি উপন্যাস এর সমাহারে বনবিবি পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটি পড়ার পর মনে হলো একটু লিখি।গল্প গুলি চিরকালীন বাংলার মাটির সোঁদা গন্ধ আর গা ছম ছম অনুভূতি।যদিও জম্বি,নেকড়ে মানুষ আমাদের গল্পের base নয় বলে ভূমিকায় উল্লেখ করলেও নেক্রফেলিয়া গল্পে উনি সেই চিরাচরিত পথেই হেঁটেছেন। তবে গল্পের কথনের সরলীকরণ ভালোই লাগে। তবে বাঁধুনি আরো একটু মজবুত হলে ভালো লাগতো। তবে নিজের খুঁজে বেড়ানো অভিজ্ঞতা ভালোই কল্পনার মিশেলে উপস্থাপন করেছেন, পড়তে পারেন
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।