শূন্যসুত্ত
নীলাঞ্জন মুখার্জি
সহজভাবে বইটির কয়েকটি জিনিস বলা যাক। বইটিতে দুটো উপন্যাস/উপন্যাসিকা রয়েছে। সুজাতার কিচেন এবং শূন্যসুত্ত। আর নীলাঞ্জন মুখার্জির লেখার সঙ্গে আগে পরিচিত থাকার সুবাদে বলতে পারি তার সিগনেচার স্টাইল এই দুটো উপন্যাসেই পাওয়া যাবে। তবে আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষনীয় লাগল দুটো উপন্যাসেই প্যারালাল ন্যারেটিভ বজায় রেখে একাধিক উপাখ্যানের অবতারণা করা হয়েছে এবং শেষদিকে সেগুলো একটা অদৃশ্য সুতো দিয়ে জুড়েও গেছে।
সুজাতার কিচেনের মধ্যে যেখানে ক্যানিবলিজম , সিরিয়াল কিলিং এবং মানসিক দ্বন্দ্বের কথা উঠে এসেছে, ওদিকে শূন্যসুত্ততে উঠে এসেছে দুটো প্যারালাল ন্যারেটিভ যেখানে একটা শহরকে ধ্বংস করার চেষ্টা করা হয় তার ভেতরের অন্ধকারকে কাজে লাগিয়ে।
তবুও অভিযোগ কি নেই? আছে কিছু। মুদ্রণ প্রমাদ রয়েছে কিছু কিছু জায়গায় (সামান্যই যদিও) আর প্রচ্ছদ আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি। এছাড়া আর কিছু বলার নেই।
It is a good one, but not for all, ওই gore violence সবার সইবেনা। যদি অন্য ধরনের non linear লেখা পড়ে হজম করতে চান, go for it, you won't regret.
Cheers.
ব্যক্তিগত রেটিং - ৪.৬৫/৫
রিভিউটি লিখেছেনঃ আর কর
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।