বইয়ের নাম - সিন্ধুজাতক
লেখিকা - দীপিকা মজুমদার
উপন্যাসটির মূল প্রেক্ষাপট হচ্ছে সেন্ট লুসিয়া নামের একটি দ্বীপ যেটি পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। এছাড়াও ক্ষেত্র বিশেষে কলকাতা ও কিছু অন্যান্য জায়গায় কাহিনীর স্থান বদল হয়েছে। উপন্যাসটি শুরুতেই দেখা যায় সেন্ট লুসিয়ার একটি নির্জন প্রান্তরে বিভিন্ন দেশ থেকে আসা কয়েকজন প্রতিযোগীকে যারা একটি সারভাইভ্যাল গেমে অংশ নিয়েছে। এখানেই আমাদের পরিচয় হয় কার্লা মসের সঙ্গে। পরবর্তী অংশেই আমরা দেখতে পাই কার্লা সমুদ্রে মাছ সংগ্রহ করতে গিয়ে জোয়ারের প্রকোপে পড়ে ডুবে যায় কিন্তু তারপর আশ্চর্যজনকভাবে সে আবার বেঁচে ফিরে আসে। কিন্তু কিভাবে? কার্লার সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই কাহিনীর রহস্য দানা বাঁধতে শুরু করে। এদিকে কলকাতার বউবাজারের এক ধনী ব্যবসায়ীর বাড়িতে চোর ঢোকে কিন্তু দামী কোনো জিনিস খোওয়া যায় না। তাহলে চোর কী করতে এসেছিল? এই প্রশ্নের উত্তরও খুঁজতে গিয়ে রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে।
ভালো লাগা ও মন্দ লাগা মিশিয়ে থাকলেও উপন্যাসটি আমি উপভোগ করেছি।
রিভিউটি লিখেছেনঃ Ananya
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।