বইয়ের নাম - ছায়া ঢাকা মন
লেখক – সমরেশ বসু
প্রকাশক – দে’জ পাবলিশিং
কলেজ পড়ুয়া তিন বন্ধু - শমিক, নিশীথ এবং তিমির - তৎকালীন শিক্ষা ব্যাবস্থার কঠিন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়। কিন্তু নিজের পরিবারের লোকজনের কাছে প্রবল ভাবে তিরস্কৃত হয়ে, কটু কথা শুনে ভেঙ্গে পড়ে। তিনজনেই বাড়ি ছেড়ে বেড়িয়ে পড়ে এবং একটি হোটেল রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় তাদের পাড়ার একটি মেয়ে দিপা, যাকে অনেকেই খারাপ মেয়ে ভাবে কারন তাকে সংসার চালানোর জন্য ও নিজের দৈনন্দিন খরচ মেটানোর জন্য এমন কিছু কাজ করতে হয় যেটা আমাদের সমাজ আজও মেনে নেয়না।
গল্প এগোতে থাকে বিভিন্ন টুকরো টুকরো ঘটনার মধ্যে দিয়ে এবং জীবনে বিহু পরিস্থিতির মুখমুখি হয় তারা। গল্পের মুখ্য চরিত্র শমিকের সাথে পরিচয় হয় সেই হোটেলেই বসবাসকারী একজন ভদ্রমহিলা ডালিয়ার সাথে। ক্রমে ডালিয়া অনেক কিছু শেখায় শমিককে। শমিক তার জীবনে প্রথম ভালবাসার স্বাদও পায় ডালিয়ার থেকেই। যদিও ডালিয়া শমিকের থেকে বয়েসে অনেক বড় তবুও শমিক অনেক স্বপ্ন দেখতে থাকে ডালিয়াকে নিয়ে।
কিন্তু শেষটায় তাদের সম্পর্ক পরিনতি লাভ করে না এবং শমিক ক্রমে জানতে পারে ডালিয়ার জীবনের করুন কাহিনী এবং তার পরিনতি।
সব শেষে তিন বন্ধু যে যার বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
গল্পটি যৌবন ও কৈশোরের সন্ধিক্ষণে যারা দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে লেখা। যদিও বা সেই বয়েসটা আমার পেরিয়েছে তবুও গল্পটি আমার ভালোই লাগলো।
রিভিউটি লিখেছেনঃ Koudhik
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।