বই - ধারাস্নান
লেখক - উল্লাস মল্লিক
তমসা ছোট থেকেই ডাকাবুকো, বেপরোয়া, বিয়ের ঠিক আগে গণধর্ষিতা হয় সে, যার জন্য তার ভাবী বর তথা প্রেমিক তাকে ছেড়ে চলে যায়, বাড়ির সবার কাছে সে বোঝায় পরিণত হয়। তার দাদা কোনরকমে তার বিয়ে দেয় একটি অত্যন্ত রুগ্ন ছেলের সাথে। সবার কাছে আঘাত পেতে পেতে সে একটি স্বার্থপর রোবটে পরিণত হয়, যে নিজেকে বাঁচাতে সব করতে পারে।
ভূমিকার দাদু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, দাদুর সংসর্গে এসে ভূমিকাও অন্যায় সহ্য করে না, প্রতিবাদ করে নিজের সামর্থ্য অনুযায়ী, যার প্রেমিকের মধ্যে সে একজন সৎ বেপরোয়া নির্ভীক মানুষ কে দেখতে চায়। তার বাড়ি যেখানে তার দাদুর সাথে অনেক অমূল্য স্মৃতি জড়িয়ে আছে, সেই বাড়ি কিনে নিতে চায় প্রোমোটার যার সঙ্গে তমসাও জড়িয়ে, সর্বশক্তি দিয়ে বাধা দেবার চেষ্টা করে ভূমিকা, যার জন্য তার চরম ক্ষতি করার চেষ্টা করে তমসা, সত্যি কি কেউ আসবে না তাকে বাঁচাতে? তমসা কি নিজের ভুল বুঝতে পারবে?
লেখক সাধারনত রম্য রচনায় সিদ্ধহস্ত, কিন্তু এই ধরনের লেখাতেও তিনি সমান ভাবে পারদর্শী। লেখার গুণে একেবারেই বইটা পড়ে শেষ করেছি, আশা করি সকলেরই ভালো লাগবে।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।