বই: হেরুক
লেখক : সৌমিত্র বিশ্বাস
প্রকাশক : আনন্দ পাবলিশার্স
বাংলায় তন্ত্রমন্ত্র আর তন্ত্রসাধনার উপর লেখা গল্পের পথিকৃৎ অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর তাঁর পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। তাঁর পূর্বেও কেউ থাকতে পারেন, তবে পাঠক মহলে সম্ভবতঃ ততটা জনপ্রিয় হয় নি। বিভূতিভূষণ-তারাদাসের পর এই ধারায় একটি উপন্যাস লেখেন সৌমিত্র বিশ্বাস, উনিশ কুড়ি পুজো সংখ্যা ২০০৯-তে। নবীন পাঠকমহলে হৈ চৈ ফেলে দিয়েছিল এই থ্রিলারটি। বুদ্ধদেবের পর বৌদ্ধ ধর্মাবলম্বীদের দুটো ভাগ হয়ে যায়, মহাযান ও হীনযান । এই মহাযান ধর্মাবলম্বীদের এক দেবতা হেরুক। পাহাড়ি শহর কালিম্পঙের পটভূমিকায় লেখা এক টান টান থ্রিলার, রহস্যময় দেবতা হেরুক-কে কেন্দ্র করে।
উনিশ কুড়ি পুজো সংখ্যাটি রেখে দিয়েছিলাম শুধুমাত্র এই উপন্যাসটির জন্য। পরে আনন্দ বই হিসাবে বার করে, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই নিঃশেষ হয়ে যায়। পরে খোঁজ করেও বই আকারে আর পাই নি। আজকে পুরোনো বইয়ের এক স্টলে হঠাৎই বইটি পেয়ে গেলাম। সঙ্গের ছবিটি অবশ্য উনিশ কুড়ি পুজো সংখ্যা থেকে। মূল বইয়ে যথারীতি এই অলংকরণগুলো বাদ গেছে।বাংলায় তন্ত্রমন্ত্র আর তন্ত্রসাধনার উপর লেখা গল্পের পথিকৃৎ অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর তাঁর পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। তাঁর পূর্বেও কেউ থাকতে পারেন, তবে পাঠক মহলে সম্ভবতঃ ততটা জনপ্রিয় হয় নি। বিভূতিভূষণ-তারাদাসের পর এই ধারায় একটি উপন্যাস লেখেন সৌমিত্র বিশ্বাস, উনিশ কুড়ি পুজো দে সংখ্যা ২০০৯-তে। নবীন পাঠকমহলে হৈ চৈ ফেলে দিয়েছিল এই থ্রিলারটি। বুদ্ধদেবের পর বৌদ্ধ ধর্মাবলম্বীদের দুটো ভাগ হয়ে যায়, মহাযান ও হীনযান । এই মহাযান ধর্মাবলম্বীদের এক দেবতা হেরুক। পাহাড়ি শহর কালিম্পঙের পটভূমিকায় লেখা এক টান টান থ্রিলার, রহস্যময় দেবতা হেরুক-কে কেন্দ্র করে।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।