বই - মানসাই
লেখক - প্রতিভা সরকার
প্রকাশনা - ছাপাখানা
মুদ্রিত মূল্য - ৩০০/-
"বিপ্লবের নাম অমুক-তসুক"-এর ভাবালুতা বা মতবাদের প্রতি মোহ নয়, যেভাবে নিস্পৃহ দৃষ্টিতে দেখা উচিত ১৯৭০-৭৫ সনের যুগসন্ধিক্ষণটিকে তার উৎকৃষ্ট উদাহরণ এই উপন্যাস। পৌরাণিক কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে মৃত যোদ্ধাদের শবের স্তূপের মধ্যে, রক্তনদীর ধারায় নিমজ্জিত শশ্মানে জননী-জায়াদের অন্বেষণের সঙ্গে একসূত্রে মিলে যায় তথাকথিত মুক্তিসূর্যের শাসনামলে হৃত অগণিত প্রাণের রক্তাক্ত শেষ পরিণতি । সবকিছু জেনেও ঘুরে দাঁড়ানো অগণিত মায়েদের আখ্যান। পূর্ববঙ্গের লাল মৌলানা থেকে এই বাংলার 'আলো বৈদ্য', ভাস্কর চক্রবর্তী থেকে হামিদ চৌধুরী - ঐতিহাসিক হোক অনৈতিহাসিক, প্রখর বাস্তবের রুক্ষ জমিনে পা রাখা চরিত্রগুলির সমন্বয়ে এবং একান্ত মানবিক আবেদনে তৎকালীন রাজনীতি,সমাজ এবং সময়কালকে ধারণ করে রাখা মানসাই নদীর মতোই খরস্রোতা কিন্তু প্রাণপ্রদায়িনী এই উপন্যাসে লেখক কোনো আইডিওলজিকে গ্লোরিফাই করার মধ্যে যাননি। যা আদতে ঘটেছিল তেমনটাই লিখেছেন। একমাত্র অনুযোগ উপন্যাসের নিয়মানুযায়ী অন্তিম অংশটিতে পার্শ্বচরিত্রগুলির পরিণতি হয়তো সামান্য দীর্ঘায়িত করা যেতো।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।