উপন্যাস : রক্তের স্মৃতি
লেখক : স্মরণজিত চক্রবর্তী
জলের কি স্মৃতি আছে? সে কি মনে রাখতে পারে মানুষের আচরণ? নিয়ন্ত্রণ করা যাবে কি মানুষের আচরণ? আগামী বিশ্ব এই সুপারওয়াটার ব্যবহার করে কি বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব নাকি চলে যাবে ডিক্টেটর দের হাতে? এমনই এক সুন্দর রোমহর্ষক বিষয় সুপারওয়াটার নিয়ে গবেষণা করছেন নোবেলজয়ী বিজ্ঞানী টুয়ান চাও জন্ম ভিয়েতনাম যদিও আর দেশে ফিরতে চান না কারণ দেশ তার বাবাকে মেরে দিয়েছে মিথ্যা অভিযোগে ভিয়েতনাম যুদ্ধের সময়? সত্যিই কি অভিযোগ মিথ্যা?
গল্পের প্রেক্ষাপট কখনো ভিয়েতনাম যুদ্ধের সময়কাল মার্কিন সৈন্যদের সেই দেশে গিয়ে লড়াই মার্কিন যুবদের তিলে তিলে শেষ হয়ে যাওয়া...যুদ্ধ যে কোনো সমস্যার সমাধান করে না বারবার নানা ছত্রে বুঝিয়ে দিয়েছেন লেখক।
না এ গল্প যুদ্ধের নয়, এ গল্প নিছক প্রেমের কাহিনী ও নয় এ গল্প অদম্যর। তাই গল্প একটু ধীর লয়ে শুরু হলেও ঠিক সময়ে তা গতি নিয়েছে। টুয়ান এর সেই ফর্মুলা চুরি করে নেওয়ার চেষ্টায় একাধিক লোভী মানুষ, অদম্য কি পারবে মানবসভ্যতার এই বিপদ ঠেকাতে? জানতে হলে পড়তে হবে ৩৭ পর্বের এই লোমহর্ষক উপন্যাস।
গল্প কখনো ভিয়েতনাম ,কখনো সুইজারল্যান্ড, রোমানিয়া হয়ে ফ্রান্সের মাটিতে, অন্য স্মরণজিত উপন্যাসের মতোই আছে চরিত্রের ঘনঘটা, আছে প্রেম আর আছে মিলন।
আগের অদম্যর গল্পগুলো তে আমরা জেনেছি অদম্য কে মানুষ করেছেন Father Francis তিনি আসলে কে? তার আসল পরিচয় কি জানা যাবে? সব বলবো কেনো আপনারা পড়ুন।
অন্য অদম্য উপন্যাসের থেকে ইহা দৈর্ঘেও বৃহৎ এবং রোমাঞ্চে ও তাই দেরি না করে গোগ্রাসে গিলে ফেলুন এই শারোদপ্রাতে।
রেটিং : ৩.৫/৫
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।