উপন্যাস - টুপি
লেখকের নাম - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
পেজ সংখ্যা - ২৫
জনরা - অদ্ভুতুড়ে সিরিজ
মূল্য - ২৬০ টাকা
এই বছর আনন্দমেলা পূজা বার্ষিকী ১৪৩০ এ যখন শুনলাম যে শীর্ষেন্দু বাবুর অদ্ভুতুড়ে সিরিজ এর উপন্যাস থাকবে না মন খারাপ হয়ে গেছিলো। পড়ে যখন জানতে পারলাম সেটা দেশ ১৪৩০ পূজা বার্ষিকী বার হচ্ছে শুনে মন খুশিতে ভরে গেছিলো।তাই দেশ পূজা বার্ষিকী হাতে পাওয়ার সাথে সাথে উপন্যাস টা পড়া শুরু করে দিলাম।আর পড়ার সাথে সাথে মন খুশিতে ভরে গেলো। হয়তো ওনার আগের লেখার সাথে তুলনা চলে না তবু মন ভালো আর খুশিতে ভরে গেলো।
আর তাই "টুপি" উপন্যাস টি পড়ার সাথে সাথে রিভিউ নিয়ে চলে আসলাম
যারা আমার মতো শীর্ষেন্দু বাবুর এই অদ্ভুতুড়ে সিরিজ এর ভক্ত তারা জানে এই উপন্যাস গুলো তে কিছু মজার চরিত্র আছে যে গুলো এক একটা কালজয়ী।
এই বার উপন্যাস টি নিয়ে একটু আলোচনা করি। উপন্যাস নাম "টুপি" কিন্তু আপনি যদি নাম দিয়ে এর বিষয়বস্তু আন্দাজ করেন তাহলে আমার মতো আপনাকেও পড়ে অবাক হতে হবে। উপন্যাস শুরুতে আমরা দেখতে পাই এক মজার চোর গনাকে। যে ভাগ্যের পাকে পড়ে মাসির বাড়ি থাকে।
মেসো বিজয় মল্লিক মস্ত বড়ো মহাজন। কিন্তু গণাকে দুই চোখে দেখতে পারে না।সেইখান আছে তার দুই মাসির ছেলে বাবলু আর গাবলু যাদের উদ্দেশ্য হলো একটা ভালো চোর হবার জন্য দাদাকে সাহায্য করা।এবং এর জন্য তারা ইন্টারনেট সাহায্য নেই।গনা জীবনে একটাই লক্ষ্য এক নামি চোর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।তার জন্য সে সব কিছু করতে পারে।সেই গনা চুরি করতে যায় এক ভুতুড়ে বাড়ি তে। সেই বাড়ির শেষ মৃত পুরুষ ১৫০ বছর আগে মারা গেছে। তবু সে একটা জিনিষ পাহারা দিচ্ছে ও সেই বাড়ির ত্রি সীমানা কেউ প্রবেশ না করুক সেটার জন্য সব রকম ব্যাবস্থা করে রেখেছে।
অপরদিকে ইগল একজন মানসিক রোগী।তাকে আমরা দেখতে পাই সে একটা মানসিক কেন্দ্রে ভর্তি। আর সেইখান থেকে সে পালিয়ে যায়। সে পাগল হওয়া না তবু তাকে পাগল সাজিয়ে রাখা হয়েছে।একমাত্র একজন তাকে বলেছে সে সম্পুর্ণ সুস্থ। তবু সরকারি নিয়ম এ তাকে ছাড়া সম্বভ না তিনি হলেন ইন্দুমতি।সেই খান থেকে পালিয়ে গিয়ে প্রথমে একটা মন্দির বা তারপর একটা ক্লাব এ আশ্রয় নেয়। সেখানে সে ইগল রায় বলে নিজেকে জানতে পারে। আর সেইখানে জানতে পারে তার নাম বুলু মজুমদার।
এই খান থেকে উপন্যাস রহস্য সূত্রপাত কে এই বুলু মজুমদার? কি আছে তার অতীত এ? কেনো তাকে পাগলা গারদে রেখে দেওয়া হয়েছে?তাকে মেরে ফেলার জন্য যে ষড়যন্ত্র চলছে সেটাই বা কি? রহস্য ময় টুপি টা কি? আর দ্বিতীয় জগৎ এর রহস্য বা কি?
গনা আর ইগল কি হলো? ইগল এর জন্য যে ষড়যন্ত্র সেটা কি গনা চোর পারবে তাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারবে? আর সর্বশেষ গনা কি এক নাম করা চোর হতে পারবে?
আর গনা শেষে কি করবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা এই অসাধারণ অপূর্ব সুন্দর উপন্যাস "টুপি"
রেটিংঃ আমি ব্যাক্তিগত ভাবে এইই লেখকের এই অদ্ভুতুড়ে সিরিজ আমার কি বয়সের ভালোবাসা তাই একটু খামতি থাকলেও ফ্যান হিসেবে তাই আমি ১০ এর মধ্যে ১০ দেবো।
রিভিউটি লিখেছেনঃ বাপনদা
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।