উপন্যাস - রোডেন্ট
লেখিকা - Dipanjana Das
প্রকাশকাল - ২০ শে অগাস্ট, ২০২৩
সংখ্যা - বিভা ভূত ভুতুম উৎসব সংখ্যা, ১৪৩০
জেনার - কল্পবিজ্ঞান থ্রিলার, সাসপেন্স
রিভিউ লিখেছেন - শুভজিৎ -এর কলমে
অনেকদিন পর আবার রিভিউ লিখছি। বরাবরের মতো এবারও স্পয়লার করব না। যেটুকু না বললেই নয়, সেটুকুই বলব।
ছোটোবেলা থেকেই বইতে পড়ে আসছি, প্রাণী হত্যা পাপ কিন্তু সত্যি বলতে কখনও বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া হয়নি। যখনই মন চেয়েছে, প্রাণীহত্যা করেছি। এই উপন্যাস পড়ার পর সত্যি এটুকু উপলব্ধি করলাম, প্রাণীহত্যা আর কখনও করা উচিত নয়, লেখিকাকে ধন্যবাদ মনের মধ্যে এমন ভয় ধরিয়ে দেওয়ার জন্য........ সেদিক থেকে দেখলে লেখিকা কিছুটা হলেও সফল হয়েছেন তার উদ্দেশ্য পূরণে ...... কেমন ভয় ? সেটা জানতে তো আপনাকে উপন্যাসটি পড়তে হবে আর তার জন্য কিনতে হবে 'বিভা ভূত ভুতুম উৎসব সংখ্যা ১৪৩০'
এবার পরবর্তী পয়েন্ট সম্পর্কে বলি, এই গল্পটি কল্পনাপ্রসূত হলেও কোথাও গিয়ে যেন মনে হচ্ছিল এরকম একটা উপজাতি থাকলে সত্যি খুব ভালো হত। কেমন উপজাতি, থুরি, সেটা বলতে পারব না, সেটার জন্য আপনাকে গল্পটি পড়তে হবে। লেখাটা পড়তে পড়তে মনে হচ্ছিল লেখিকা যেসব তথ্য দিয়ে উপন্যাসটি সাজিয়েছেন সেক্ষেত্রে উনাকে যথেষ্ট রিসার্চ করতে হয়েছে। সেজন্য উনাকে পুনরায় ধন্যবাদ .....
এবার শেষ আর একটা কথা বলব, সমগ্র উপন্যাসটি লিখতে গিয়ে তিনি যে 'ধরণ' টি অবলম্বন করেছেন এটা আমি এই প্রথমবার দেখলাম। এর আগে যদি বলি তাহলে প্রফেসর শঙ্কুতে দেখেছি কিন্তু একটা বিষয় হলফ করে বলতে পারি, লেখার ধরণের দিক থেকে প্রফেসর শঙ্কুর সাথে এই উপন্যাসের সাদৃশ্যের থেকে বৈসাদৃশ্য যথেষ্ট মাত্রায় বেশি।
উপন্যাস মূল গল্প সম্পর্কে তেমন কিছুই বললাম না, আপনারা বইটি কিনুন, পড়ুন তাহলে বুঝবেন, কেন বলিনি।
লেখিকা দীপাঞ্জনা দাস দিদিভাই'কে অনেক অনেকে ধন্যবাদ।
রিভিউটি লিখেছেনঃ শুভজিৎ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।