বইয়ের নাম - রাক্ষুসে নেকড়ে
বইয়ের লেখক - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
প্রকাশনীর নাম - পত্রভারতী
মূল্য - ২০০ টাকা
"রাক্ষুসে নেকড়ে" হিমাদ্রিকিশোর দাশগুপ্তের লেখা দুটি উপন্যাসের সংকলন। উপন্যাস দুটি হল মাদাগাস্কারের রাক্ষুসে গাছ এবং নেকড়ে খামার। প্রচ্ছদ এঁকেছেন রঞ্জন দত্ত। বইটির মলাটে দুটি সাদা রঙের নেকড়েকে তাদের তীক্ষ্ণ দাঁত বের করে বরফের উপর দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য দেখে গা ছমছম করতেই পারে। মাদাগাস্কারের রাক্ষুসে গাছ: ক্রিপ্টোজুলজিস্ট হেরম্যান ও সুদীপ্ত রওনা দেন মাদাগাস্কারের উদ্দেশ্যে। তাদের লক্ষ্য এমন একটি গাছের সন্ধান পাওয়া যেই গাছ মানুষখেকো। এই গবেষণায় তাদের সঙ্গী হন তরুনী ডক্টরেট আনা রবার্ট। এই মানুষখেকো গাছকে আবার সাক্ষাৎ দেবতা রূপে পূজা করে মকোডো উপজাতির মানুষ। নিজেদের প্রানের ঝুঁকি নিয়ে হেরম্যান ও সুদীপ্ত কীভাবে মাদাগাস্কারের রাক্ষুসে গাছের রহস্য উদঘাটন করবে?
নেকড়ে খামার: সিকিমের তুষারাবৃত অঞ্চলে তুষার নেকড়েদের পুনর্বাসন কেন্দ্র খুলেছেন জার্মান প্রাণীবিজ্ঞানী ভাইমার। কিন্তু স্থানীয় অধিবাসীরা এই নেকড়ে খামারটি তুলে দিতে চায় কারন তাদের ধারণা এই নেকড়েগুলো আসলে যুদ্ধে নিহত সৈন্যদের প্রেতাত্মা অর্থাৎ "ওয়ারউলফ"। সরকারের অনুরোধে মিঃ অনীশ যান এই সমস্যার সমাধান করতে। কি অভিজ্ঞতা হল তার নেকড়ে খামারে?
দুটো উপন্যাসই গা ছমছমে। লেখক প্রকৃতির সৌন্দর্য অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। আর দুটো উপন্যাসের শেষে টুইস্ট টা দারুন।
একবার পড়ে দেখুন " রাক্ষুসে নেকড়ে"
রিভিউটি লিখেছেনঃ Srijita
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।