‘বনজোৎস্নায় সবুজ অন্ধকারে’ ---- দুই খণ্ড
--- বুদ্ধদেব গুহ
প্রকাশক --- আনন্দ পাবলিশার্স
বুদ্ধদেব গুহ এক বর্ণময় ব্যক্তিত্ব! পেশাগতভাবে সফল প্রতিষ্ঠিত এক মানুষ এবং নেশাগতভাবে আরণ্যক জীবনের সঙ্গে যুক্ত মধুর গ্রন্থনের অভিজ্ঞতাজাত উপলব্ধিই তাঁকে করে তুলেছে বাংলা সাহিত্যের এক বিশিষ্ট সাহিত্যিক। আলোচ্য নিবন্ধে তাঁর প্রৌঢ় জীবনের স্মৃতিচারণাময় গ্রন্থ ‘বনজোৎস্নায় সবুজ অন্ধকারে’র দুটি খণ্ড অবলম্বনে প্রকৃতির পাঠশালায় তাঁর হাত ধরে কিছুটা বনবিহারের সদিচ্ছা রইলো। শিকারী পরিচয় এবং বনচর সত্তার আপাতবিরোধিতা জীবনভর লেখকের মধ্যে ছিলো। প্রকৃতির মধ্যে চিরকাল তিনি মানুষকে, আরো স্পষ্ট করে বললে এক নারীকে গভীরভাবে উপলব্ধি করেছেন। প্রকৃতি মানুষের পারস্পরিক প্রতিযোগিতা ও সহযোগিতায় বেঁচে থাকার দৃশ্যগুলি অত্যন্ত সততার সঙ্গে তাঁর লেখায় বরাবর তিনি উপস্থিত করেছেন। প্রকৃতি যথার্থই বর্ণময় চরিত্র। এই বহমান জীবনের অন্তঃস্থলে রয়েছে যে প্রচন্ড শক্তি যা নিয়ত তাড়িয়ে নিয়ে চলেছে পৃথিবীর জীবনধারাকে, সেই শক্তির উৎস প্রাকৃতিক বিশ্ব; এই উপলব্ধিই তিনি প্রকৃতির অন্দরমহলে বিচরণের কালে সংগ্রহ করেছেন। প্রকৃতি তাঁর কাছে খুব বড় শিক্ষকও বটে। নিছক বনচর হিসেবে আনন্দ ভ্রমণের পাশাপাশি শিকারি জীবনের অভিজ্ঞতাও তাঁকে পরিণত করেছে অনেক --- মানুষ হিসেবেই। লেখক বুদ্ধদেব আতীব্র ভালোবাসায় প্রকৃতির সঙ্গে আজীবন মাখামাখি হয়ে থাকতে চেয়েছেন। জীবনের স্বাদু উপলব্ধি তাঁর ঘটেছে প্রাকৃতিক সান্নিধ্যেই; মানুষ হিসেবে নীতিজ্ঞান থেকেই একজন শিকারীর মানবিক দায়িত্ববোধকেও তিনি কখনো ভুলে যাননি। ছোটো ছোটো শিকার জীবনের ঘটনা, বন-জঙ্গলের অভিজ্ঞতাকে বৈঠকী মেজাজে তিনি পরিবেশন করেন। সেই গল্পের অন্তরালে শুধু রোমাঞ্চ থাকে না, প্রকৃতির অন্তর্লীন রূপে মুগ্ধ কবি সত্তার জীবনদর্শনের কথা থাকে না, এক জীবনরসিক মানুষের পরিচয়ও পদে পদে পাওয়া যায়। আসলে শিকারকে তিনি জীবনের একটি অনিবার্য খেলা হিসেবে দেখেছেন; সম্পূর্ণ আত্মকথাতেই কোথাও শিকারী হিসেবে দক্ষতা প্রমাণে তিনি ব্যস্ত ছিলেন না, বরং অনেক বেশি এই উপলক্ষ্যে পারিপার্শ্বিক জীবনের সঙ্গে প্রাণের সংযোগের গল্পগুলো পাঠকের সঙ্গে বিনিময় করে নিতে তাঁর আগ্রহ ছিল অনেক বেশি। যে মানুষটি জীবনভর তাঁর প্রসাধিত নাগরিকতাকে আরণ্যক ভূমির সান্নিধ্যে অবিরাম পরিশুদ্ধ করে তোলার ব্রত নিয়েছিলেন, সেই মানুষটির সৃষ্টি কর্মের সঙ্গে পরিচিত হওয়া পাঠকেরাও যে তাঁরই মতো বনজ্যোৎস্নার সবুজ অন্ধকারে অন্তত কিছুটা মাখামাখি হয়ে যাবে তাতে আর সন্দেহ কি!
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।