📖 দেবতার দেহ
✍️ মনীষ মুখোপাধ্যায়
📚 বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন
💲135 /-
◻️ চাকরি হারিয়ে ইন্সুরেন্সের দালালির কাজ পেলো সমর। হঠাৎ সমর পেলো এক পয়সাওয়ালা পার্টি।লোকটির নাম রামরতন রক্ষিত।তাঁর বাড়িতে পলিসি তুলতে গিয়ে অবাক হলো সমর। দেওয়াল জুড়ে অমন দেবতাদের কাটা মাথার মুখোশ সাজানো কেন?রামরতন তাঁকে গল্প শোনালেন এক দেবীর। যাঁর মাথাটা সাপের আর শরীরটা মেয়ে মানুষের।তিনি সর্পদেবী রন্নুৎ।ধীরে ধীরে সমরও জড়িয়ে গেল মিশরীয় এই সর্পদেবীর জালে। তারপর কি হলো?
◻️ সম্প্রতি শেষ করলাম বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন থেকে প্রকাশিত পেন্টাগ্রাম সিরিজের অন্যতম বই মনীষ মুখোপাধ্যায়- এর লেখা 'দেবতার দেহ '। পৃষ্ঠা সংখ্যা মাত্র ৬৪ , তাই একবারেই শেষ করে ফেলেছিলাম।
◻️ তন্ত্র মন্ত্র জাতীয় ভয়াল রসের বই আজ কাল অনেকই বের হলেও মনীষ বাবুর লেখা তাদের মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে। কারণ, প্রথমত ভাষার ব্যবহার চমৎকার। দ্বিতীয়ত, গল্পের গতিবেগ খুব ভালো, শেষ পর্যন্ত উত্তেজনা বজায় থাকে। এই বইয়ের ক্ষেত্রেও শুরুর দিক থেকেই লেখকের প্রশংসনীয় লেখনীতে গল্পটি বেশ গতিময় হয়ে ওঠে। মানুষের তৃতীয় রিপু মানুষ কে ক্রমাগত নিচের দিকে টানতে থাকে, এক সময় তার মধ্যে আর মনুষ্যত্ব অবশিষ্ট থাকে না, বেছে থাকে শুধু জান্তব চাহিদা। খুব কম লোকই পারে সেই লোভ কে জয় করতে। নিপুণভাবেই লেখক এই বিষয়ের বিন্যাস রচনা করেছেন।তবে বাধ সাধে গল্প যত ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যেতে থাকে।
◻️গল্পের মধ্যে ভয় , টানটান উত্তেজনা সবই রয়েছে তবে আমার শুধু মনে হলো যেন খুব তাড়াতাড়ি সমাপ্তি ঘটলো সবকিছুর ।শেষটা আরো ভালো হতে পারত, লেখক যদি সামান্য বাক্য ব্যয় করে লেখনীটি শেষ করতেন। আরেকটি বিষয়, লেখক দেবী রন্নুতের যে দৈহিক বিবরণ প্রদান করেছেন সেটাকে কখনোই দেবী মনসা বলে ভুল করার কথা না। আবার সেই পরিবারের পরবর্তী প্রজন্মের হঠাৎ করে একদিন মনে হল যে "এটা তো দেবী মনসা না, কিসের দেবী একটু অনুসন্ধান করে দেখা হোক।"
◻️আমার বিশেষ প্রিয় বিষয় গল্পের একদম শেষের চমক - আরেক কাহিনীর সাথে সম্পর্কটি। আসলে লেখকের আগের বই সমস্ত পড়তে পড়তে এমন একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে , তাই হয়তো প্রত্যাশার পরিমাণ একটু পাহাড় প্রমান, এই বইয়ের প্রতিও সেই খিদেটা ছিলো প্রথম থেকেই। আরো টানটান উত্তেজনাপূর্ণ গল্প পড়ার আশা রেখে এবং লেখকের লেখনীকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার পাঠপ্রতিক্রিয়া এখানেই শেষ করলাম।
রিভিউটি লিখেছেনঃ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।