Get PDF go here PDF Books Contact Us

হাউজ অব ডার্কনেস হাউজ অব লাইট - আন্দ্রেয়া পেরন House of Darkness House of Light by Andrea Perron

হাউজ অব ডার্কনেস হাউজ অব লাইট - আন্দ্রেয়া পেরন House of Darkness House of Light by Andrea Perron
boibd
বইয়ের নাম : House of darkness house of light 
 লেখিকা:- andrea perron

(এটি ট্রিলজি, একই নামের তিনখানা ভলিউম আছে, আমি মোটামুটি তিনটে পড়েছি আর একটাই বলবো, যারা হরর বই পড়তে ভালোবাসেন, এটি তাদের জন্য . এই বইটা conjuring book হিসেবে বেশি কুখ্যাত)।
পাঁচজন মেয়ে যাদের মধ্যে এপ্রিল পেরণ সব থেকে ছোট আর বাবা মা রজার আর ক্যারোলিন এই ছিল মোট সাতজনের সংসার। মা ক্যারোলিন শহরের পরিবেশ থেকে বেরোবার জন্য বাবার সাথে কথা না বলেই এক প্রকার 400একর জমির ওপর একটা ছোট নদী আর লেক সহ ফার্ম হাউস কিনে ফেলেন, এবার এই বাড়ি ঘিরেই তৈরি হয় একটার পর একটা এমন অভিজ্ঞতা যা সামনে না থাকলে বিশ্বাস করা কঠিন। বাড়ির আগের মালিক ঘর ছাড়ার আগে রজার কে একটা কথাই বলেছিলেন যে রাতে শুলে যেনো সব ঘরে আলো জ্বালানো থাকে কিন্তু বিল বেশি আসার কারণে সেই পথ বন্ধ করা হয়, আর শুরু হয় ভৌতিক এক উপাখ্যান । খাট ধরে নাড়িয়ে দেওয়া থেকে শুরু করে বাচ্চাদের কান্না তাদের মাকে না পেয়ে, পচা গন্ধ বেরোনো থেকে শুরু হয় তাপমাত্রা কম থাকা, ফ্রিজের দরজা খুলে খাওয়ার সব জিনিষ ফেলে দেওয়া আরো না না রকম ঘটনা ঘটে চলে আর ঘুমের মধ্যে দুজন মহিলা এসে মেয়েদের দেখা দিয়ে যায় , একজন কাছে এলে আপেল ফুলের গন্ধ বেরোয়, আরেকজন কাছে এলে ভয়ের চোটে দম বেরিয়ে যায় যার আরেক নাম বেথশিবা। 
আরো একটা ঘটনা বলি, লেখিকার জীবনের প্রথম কুকুর যখন কেনা হয় তখন ক্যারোলিন আদর করে তার নাম বেথশিবাই রাখেন কিন্তু তার দুর্ঘটনায় মৃত্যু হয়। 
 বই আর সিনেমার মধ্যে মিল খুঁজবেন না, পাবেন না মিল। বেথশিবা কোনোদিন ক্যারোলিন কে পসেস করতে চায়নি করেনি, কিন্তু তাকে বাড়ির মিস্ট্রেস বলে ভয় দেখাতো। 
  If you really wants to enjoy some real ghost stories , you can easily trust on this books. I was raised and born in a haunted house and some incendents are quite familiar to me , so i can easily relate to this books..
(Pardon my grammer, i am not so very good in english).

রিভিউটি লিখেছেনঃ Nancy
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.

Popular Writers

Updates

{getWidget} $results={4} $label={recent} $type={list2}