উপন্যাস - হলুদ বসন্ত
লেখক - বুদ্ধদেব গুহ
প্রকাশক - আনন্দ পাবলিশার্স
পৃষ্ঠা সংখ্যা - ১১১
রিভিউ লিখেছেন - শুভজিৎ বিশ্বাস
ঋজুদা আর নয়নার এক অনবদ্য প্রেম কাহিনী নিয়ে এই উপন্যাস। নয়না আসলে ঋজুর বন্ধু সুজয়ের বোন।
এই ভালোবাসাহীন শহরে ঋজু'রা বারবারই ভালোবাসা পেতে চাই, স্বপ্ন দেখে নতুন ভোরের, তারা নয়না'দের অত্যন্ত একান্তভাবে পেতে চাই কোনো চায়ের টেবিলে বা সিনেমা হলে পাশাপাশি..... তারা পাতার পর পাতা লিখে চলে নিরুত্তর চিঠি, তাদের ক্লান্তি নেই, তাদের কষ্ট, অভিমান হলেও নয়না'দের মুখটি একবার দেখলে সব অভিমান, অপমান কষ্ট ভুলে যান।
লেখক বুদ্ধদেব গুহের 'হলুদ বসন্ত' এই প্রথমবার নয়, আগেও পড়েছি কিন্তু এ উপলব্ধি যেন আমার নিজের একান্ত নিজের...... প্রতিটি পাঠককে এই উপন্যাস যেন ক্যান্সারের মতো কুরে কুরে খায়।
বইটির প্রতিটি পরিচ্ছদে কি অসাধারণ বর্ণনা, মন্ত্রমুগ্ধের মতো পড়েছি আর প্রতিটি লাইনে নিজেকে খুঁজেছি। নিজের অজান্তেই কখন যেন নিজেকে ঋজু'দার জায়গায় বসিয়েছি।
একদিকে বাঙালির দূর্গাপূজা, অন্যদিকে দোল পূর্ণিমা আবার অন্যদিকে নিজের প্রিয় মানুষটির অন্যের সাথে দেখে নিজের ভেতরের হিংস্র পশুটির যে দূরন্ত দাপাদাপি তা যেন স্পষ্টতই চোখের সামনে ভেসে উঠেছে.......
হয়ত ভালোবাসার গল্পে ঋজু'দের জোর পূর্বক ভিক্ষাবৃত্তি ছেড়ে সত্যিই রাজা হতে হয়, যারা জীবনের একটা সময় পরে নয়না'দের কাছে আর বিক্রি হতে চাই না। মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে চাই।
তবে সমগ্র উপন্যাসটি পড়তে গিয়ে আপনি যে অনুভূতিটি উপলব্ধি করবেন তা সত্যিই কারোর সাথে শেয়ার করতে পারবেন না, আমি নিশ্চিত আমার মতো আপনিও মুখের ভাষা হারিয়ে ফেলবেন।
ধন্যবাদ
আপনিও লিখতে পারেন রিভিউ। বিস্তারিত দেখুন এখানে।